একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। প্রথম দফা ও দ্বিতীয় দফা নির্বাচনে ৬০ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়েছে। তৃতীয় দফা নির্বাচন এবার আগামী ৬ এপ্রিল। তৃতীয় দফা নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন। আর সেখান থেকেই নাম না নিয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে গলায় সুর তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছেন, "হায়দ্রাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে। সঙ্গে ফুরফুরার এক চ্যাংড়াকে নিয়েছে।" আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার নির্বাচনে সংখ্যালঘু ভোট কাটার কথা বলার প্রসঙ্গ তুলে এই কথা বলেছেন। এর থেকে স্পষ্ট যে তিনি সংযুক্ত মোর্চার আব্বাস সিদ্দিকীর কথা বলেছেন। এবারের নির্বাচনে বাম কংগ্রেসের সাথে জোট বেঁধেছে আব্বাস সিদ্দিকীর আইএসএফ। তারা মোট ২৮ টি আসনে প্রার্থী ও দিয়েছে। তৃতীয় দফা নির্বাচনে ৪ টি বিধানসভা কেন্দ্রে লড়ছে আব্বাসের আইএসএফ।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার পাল্টা জবাব দিয়ে আব্বাস সিদ্দিকী বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে মুসলিম সমাজকে শুধু বোকা বানিয়েছে। মুসলিম সমাজকে মারার জন্য বিজেপিকে পশ্চিমবঙ্গে আনছেন। জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে এর জবাব দেবে সাধারন মানুষ।" এছাড়াও তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় অহংকারী। উনি মানুষকে মানুষ মনে করেন না। মুসলমানরা আজকে ওনার সাথে নেই বলে উনি এরকম বাজে ব্যবহার করছেন।"