সিঙ্গুর থেকে রাজ্যের 'পথশ্রী' প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ১২ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে, সেই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর বার্তা, "১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করতে পৌনে ৪ হাজার কোটি খরচ। পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। এক টাকাও দিল্লির নয়। সব রাজ্যের টাকা।"
এরপরই জিএসটি নিয়ে সরব হন তিনি। বলেন, "জিএসটি করার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়। আমাদের সবচেয়ে ভুল হয়েছিল ওটাকে সমর্থন করা। আমরা ভেবেছিলাম রাজ্যগুলোর ভাল হবে। কিন্তু এখন দেখছি ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে।"
সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    