২২ নভেম্বর, ২০২৪
নদিয়া ও মুর্শিদাবাদ

প্রশাসনিক সভাতে এসে মহুয়া মৈত্রকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কি বললেন মুখ্যমন্ত্রী?
Mamata sit & boom Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ০:৫৬

রাজ্য (West Bengal) জুড়ে এখন ভোটের (Vote) আবহ। আগামী ১৯ তারিখে কলকাতায় (Kolkata) পুরভোট। বাকি জেলাগুলিতেও পুরভোট হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েক মাসের মধ্যেই। তাই ভোট পূর্ববর্তী প্রস্তুতি এখন তুঙ্গে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM) বিভিন্ন জেলায় প্রচারকার্য চালাচ্ছেন জোরকদমে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)-কে কড়া বার্তা দিলেন। কিন্তু কেন?

রাজ্য তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজ নদীয়ার সদর শহর কৃষ্ণনগরে এসেছিলেন। তিনি এখানে এসে দলীয় নেতৃবৃন্দের সাথে প্রশাসনিক সভা করেন। এই সভায় তৃণমূলের সাধারণ সমর্থকরাও ছিলেন। এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে একজোট হয়ে পুরোভোটের প্রস্তুতির কথা বলেন। এমনকি তিনি স্হানীয় মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেই সমস্যা মেটাতে দ্রুত পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন সকলকে। এই সভাতেই তিনি তৃণমূলের জনপ্রিয় সাংসদ মহুয়া মৈত্রকে কড়া নির্দেশ প্রদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে বলেন "মহুয়া তোমাকে স্পষ্টভাবে বলছি, কে কার পক্ষে, কে কার বিপক্ষে জানার দরকার নেই। ইচ্ছে হলেই সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠালাম। তা ডিজিটাল ও পেপারে পাঠালাম। ইউটিউবে পাঠিয়ে দিলাম। এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয়। একই লোক চিরদিন থাকবে সেটাও মেনে নেওয়া যায় না। নির্বাচন যখন হবে কে প্রার্থী হবেন, তা দল ঠিক করবে। কিন্তু সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মতানৈক্য একেবারেই ঠিক নয়।"

আসলে কয়েকদিন আগে একটি সরকারী প্রকল্পকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হয় কৃষ্ণনগরে। ঘর দেওয়াকে কেন্দ্র করেই মূলত সৃষ্টি হয় এই সমস্যা। এই ঘটনাকে কেন্দ্র করে পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখানো হয়। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহাকে কটুক্তি করা হয় প্রকাশ্যে। এমনকি সম্পূর্ণ বিষয়টি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তাই আজ,বৃহস্পতিবার সভাতে এসে জয়ন্ত সাহার সঙ্গে কথা বলার সময় পরোক্ষভাবে উক্ত ঘটনার নিন্দা করেন মুখ্যমন্ত্রী। আর এই কারণেই মহুয়া মৈত্রকে কড়া কথা শুনিয়ে দেন তিনি। তবে সব শেষে সকলকে একসাথে কাজ করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৬ জুন

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে কলকাতার মিমি চক্রবর্তী

Mimi shakib
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote
৩০ এপ্রিল

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গত ৭০ বছরের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে

Calcutta University main gate 2
২৮ এপ্রিল

আশা অডিওর ইউটিউব চ্যানেলে শুনুন, গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিকের গান "একলা বৈশাখে"

Mukul song
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant