স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Card) কার্ড ফেরালেই থানায় দায়ের হবে হাসপাতালের নামে এফআইআর। বাতিল পর্যন্ত হতে পারে ওই হাসপাতালের লাইসেন্স। আজ কড়া ভাষায় এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আজ পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই অভিযোগ ওঠে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে।
অভিযোগ শুনে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, কোনও হাসপাতাল কার্ড গ্রহণ করতে অস্বীকার করলে যেন থানায় গিয়ে অভিযোগ করা হয়। এরপর সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানাবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে স্বাস্থ্য দফতর। দরকারে মুখ্যমন্ত্রী নিজেও এ ব্যাপারে কড়া পদক্ষেপ করবেন বলে জানান।
প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী নিয়ে প্রথম থেকেই অভিযোগের শেষ নেই। কোথাও বকেয়া টাকার অভিযোগ, কখনও স্বাস্থ্যসাথী কার্ড দেখলেই রেফারের পর রেফার। এই নিয়ে বারংবার বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। এমনকি গত বুধবার নবান্নে একটি বৈঠকে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। কোনও অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে দেখারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।