করোনার প্রকোপ কাটিয়ে দু’বছর পর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। তাই গত দু'বছরের ঘাটতি মিটিয়ে এ বছর বাংলায় বিনিয়োগ টানতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই লক্ষ্যেই রাজ্যে পাঁচটি শিল্প পার্ক গড়ার কাজে দ্রুত গতি আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই মুখ্যমন্ত্রী কার্যত এই পাঁচটি শিল্প পার্ক তৈরির বিষয়ে, বিশেষ জোর দিতে বলেছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের।
সূত্রের খবর, সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল এমপাওয়ারমেন্ট কমিটির বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই চলবে এ বিষয়ক আলোচনা। বলাবাহুল্য, এই পাঁচটি শিল্প পার্ক দেখিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ টানাই লক্ষ্য হবে মুখ্যমন্ত্রীর।
এই পাঁচটি শিল্প পার্কের মধ্যে তিনটি দক্ষিণবঙ্গে ও দু'টি উত্তরবঙ্গে। ইতিমধ্যে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য টেন্ডার ডেকেছে রাজ্যের ক্ষুদ্র শিল্প নিগম। বলাবাহুল্য, এই শিল্প পার্কগুলি গড়ে উঠলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প এবং কর্মসংস্থানের দিকে বিশেষ তৎপর। গত মাসেই শিল্প বৈঠকে রাজ্য সরকারের তরফে স্পষ্ট করা হয়েছিল, আগামী ৩-৫ বছরে মোট ১০,৮২৪ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এমনকী আগামী ৩-৫ বছরের মধ্যে ৫৮০ একর জায়গা নিয়ে ১৮টি শিল্প পার্ক তৈরির কথাও জানিয়েছিলেন মুখ্যসচিব।
সেই লক্ষ্যেই একধাপ এগিয়ে এবার রাজ্যে পাঁচটি শিল্প পার্ক গড়ার কাজে দ্রুত গতি আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। জানা যাচ্ছে, এই পাঁচটি পার্ক হল- সিঙ্গুরে কৃষি-নির্ভর শিল্প পার্ক, বোলপুর শিল্প পার্ক, বাঁকুড়া গঙ্গাজলঘাটি শিল্প পার্ক, আলিপুরদুয়ার ইথেলবাড়ি শিল্প পার্ক ও জয়গাঁও শিল্প পার্ক।