আর বিলম্ব নয়। ২০২৪ এর ভোটযুদ্ধের প্রস্তুতি এখন থেকেই তুঙ্গে। আজ বিকেলের ফ্লাইটেই দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের নির্বাচনে কেন্দ্রীয় সরকারের বিরোধীপক্ষগুলির মধ্যে অন্যতম প্রধান মুখ যে তিঁনিই, সে নিয়ে সন্দেহ নেই। দিল্লি যাওয়ার আগে আজ দুপুর ১টায় নবান্নে মন্ত্রীসভার বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। আগামী ২রা আগষ্ট হবার কথা ছিল বৈঠকটি, তবে প্রয়োজন বুঝে আজই এটি সম্পন্ন করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষ করেই বিমানবন্দরে পৌঁছবেন তিঁনি।
নয়াদিল্লিতে আগামী বুধবার সমস্ত বড় বিজেপি বিরোধী দলগুলি একত্রিতভাবে বৃহত্তর জোট গঠনের পরিকল্পনা করবে বলেই সূত্রের খবর। আর এই জোটের অন্যতম প্রধান মুখ হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পরপর অনেকগুলি কর্মসূচি নিয়েছেন তিঁনি, তাই তাঁর অনুপস্থিতিতে মন্ত্রীসভার সমস্ত সদস্যরা কে কি দায়িত্ব পালন করবেন, সেগুলি বোঝাতেই এই বৈঠক।
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে মমতার সাথে বৈঠকে হাজির থাকবেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা, ডিএমকে, ন্যাশানাল কনফারেন্স, আম আদমি পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তেলগু দেশম পার্টির মতো বৃহত্তর বিজেপি বিরোধী শক্তিগুলি। সংসদের সেন্ট্রাল হলে সকল সদস্যদের সাথে সাক্ষাতের পর সংসদের বাইরে সর্বদলীয় বৈঠক করবেন তিঁনি। এবারের দিল্লি সফরে সোনিয়া গান্ধীর সাথেও সাক্ষাত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্টপতি রামনাথ কোবিন্দের সাথেও দেখা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।