দুর্গাপুজোর মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন হাসপাতালে নতুন মোট ২৪৭৫ জন নার্স নিয়োগের পাশাপাশি প্রায় ৬০০ টি বেড বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও এবার বেসরকারি হাসপাতালে কোভিড পরীক্ষার খরচ ২২৫০ টাকা থেকে কমিয়ে ১৫০০ টাকায় বেঁধে দিল মুখ্যমন্ত্রী।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
রাজ্যে কোভিড সংক্রমণের রেকর্ড হার দুশ্চিন্তায় ফেলেছে রাজ্য সরকারকে। তার ওপর, দুর্গাপুজোর পর সংক্রমণ লাগামছাড়া হবে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞমহল।
এই অবস্থায় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে রাজ্যের মানুষের জন্য 'পুজোর উপহার' বলে উল্লেখ করেছেন মুখ্যসচিব। এখন, রাজ্যের এই উদ্যোগে কোভিড পরিস্থতি নিয়ন্ত্রণে আসে কিনা সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।