প্রতিবছরের মতো এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলাতে অগ্রগতির জন্য ক্লাবগুলোকে সরকারি অনুদান দিতে চলেছেন। ইতিমধ্যেই ১০,০০০ ক্লাব অনুদান গ্রহণ করে ফেলেছেন। তবে এবারের নতুন কোন ক্লাবের জন্য অনুদান ঘোষণা করা হয়নি। শুধুমাত্র পুরনো ক্লাব অনুদান পেতে চলেছেন। প্রথমে ঠিক করা হয়েছিল খেলাধুলায় অগ্রগতির জন্য ২ লক্ষ টাকা করে প্রতিবছর দেবে রাজ্য সরকার তবে সেটা প্রথম বছর। জানানো হয় পরের দুই বছর আরও এক লক্ষ টাকা করে দেওয়া হবে ক্লাব কে। পরে সেটা বাড়িয়ে চতুর্থ বছর অব্দি নিয়ে যাওয়া হয়। তবে যদি চতুর্থবার টাকা গ্রহণ করতে যাওয়া হয় তাহলে ক্লাবকে দিতে হবে সমস্ত খরচের হিসাব। এমনটাই কথা ছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যদি হিসাবে গরমিল থাকে তাহলে কিন্তু পরবর্তীতে ওই ক্লাব আর কোন অনুদান পাবে না।
সেইমতো এবারে মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করে দিলেন, এই বছরে নতুন কোনো ক্লাবকে টাকা দেওয়া হবে না। টাকা পাবেন শুধু মাত্র পুরনো ক্লাব। যদিও বিরোধীরা অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী এইভাবে দান-খয়রাতি করেন, তৃণমূল সরকারের দাবি রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে।