মে মাসে ফের বসছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্প। মিলবে ‘পাড়ায়-পাড়ায় সমাধান’ও। আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে একথা স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee, CM)। এর সঙ্গেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চালু হবে আর এক নয়া প্রকল্প। নাম দেওয়া হয়েছে, ‘উন্নয়নের পথে’। মেলা-ট্যাবলো-পোস্টারের মাধ্যমে চলবে প্রচার। প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প চালু করেছেন। আর এই সমস্ত প্রকল্প ‘উন্নয়নের পথে’ প্রকল্পে অন্তর্ভুক্ত। যা চলবে ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২১-৩১ মে চলবে দ্বিতীয় পর্যায়ের ‘দুয়ারে সরকার’। এছাড়াও ৫ মে থেকে ২০ মে চলবে পাড়ায় সমাধান কর্মসূচি।
এছাড়াও আজ বর্ধমানের ল্যাংচা হাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বর্ধমানে তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের ল্যাংচা হাব। কিন্তু আপাতত তা বন্ধ। কেন বন্ধ? এ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানতে পারেন, হাবের ভিতরের দোকানে ব্যবসা হচ্ছে না। এরপরেই মুখ্যমন্ত্রীর দাওয়াই, "যাঁরা দোকান খুলছে না তাঁদের থেকে দোকান ফিরিয়ে নেওয়া হোক। তিরিশ দিনের মধ্যে ইচ্ছুকদের মধ্যে দোকান বিলি করা হোক।আসলে অনেকের দোকানই তো রাস্তার উপরে রয়েছে। তাই ওরা ভিতরে দোকান করতে চায় না। ওদের বলো, বাইরে যেমন দোকান আছে থাক। হাবের ভিতর দ্বিতীয় দোকানটা করুক।"