কিছুদিন আগেই অদলবদল হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্টতে। আরও একবার ফের তা পরিবর্তিত হল। নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে উচ্চমাধ্যমিক ২০২২ এর অন্তিম এবং একমাত্র রুটিন ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪ টে নাগাদ বৈঠক শুরু হয়। বক্তব্যের শুরুতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী।
আজকের প্রকাশিত রুটিন অনুযায়ী ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু। প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা হবে। ৪ এপ্রিল হতে চলেছে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ এপ্রিল ভোকেশনাল সাবজেক্ট। ৫ এপ্রিলের পর আবার ১৬ এপ্রিল পরীক্ষা হবে। ১৬ এপ্রিল অঙ্ক গ্রুপের পরীক্ষা হতে চলেছে। ১৮ এপ্রিল হবে ইকোনকিমস গ্রুপের পরীক্ষা। ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্স, ২০ এপ্রিল হবে কর্মাশিয়াল ল গ্রুপের পরীক্ষা। ২২ এপ্রিল হবে ফিজিক্স গ্রুপ। ২৩ এপ্রিল স্ট্যাটিসটিক্স গ্রুপের পরীক্ষা হবে। ২৬ এপ্রিল হবে কেমিস্ট্রি গ্রুপ এবং ২৭ এপ্রিল বায়োলজিকাল সায়েন্স গ্রুপের পরীক্ষা হয়ে উচ্চমাধ্যমিক ২০২২ শেষ হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার জন্য বারংবার সূচী পাল্টানো হচ্ছিল। এদিন মমতা ঘোষনা করেন আগামী ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট পরীক্ষা হবে। মমতা এও জানান যে চলতি বছর ৭ লাখ ৩৯ হাজার ৫৮৮ জন ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে যার মধ্যে ছেলেদের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৪০০ জন।
প্রসঙ্গত, সামনেই রয়েছে দুই জেলার উপনির্বাচন। নবান্নের বৈঠকে প্রশ্ন ওঠে কীভাবে সবটা সামলাবেন মমতা। উত্তরে মাননীয়া কমিশনের উপর ক্ষোভ উগরে দিয়ে জানান, "পরীক্ষার দিনগুলোতে কেমন করে কেন্দ্রীয় বাহিনী আসবে। বিভিন্ন স্কুলে থাকবে। এলাকায় ঘুরবেন। পুলিশ থাকবে। প্রচার চলবে। তাতে পড়ুয়াদের অসুবিধা হবে। দায়িত্বশীল লোকেদের মনে রাখা উচিত। আমরা দায়িত্বশীল হিসেবে সেটার জন্য চিঠি লিখেছিলাম। মুখ্যসচিব চিঠি লিখেছিলেন। কিন্তু তাঁরা একটা যুক্তি দিয়েছে। ওটা হয়ত ওদের দায়িত্ব। কিন্তু রাজ্যের পরীক্ষা দেখে তো ভোট দিতে হবে। বিজেপির কথায় ভোট করছে। বিজেপি যেদিন বলবে, সেদিন ভোট করবে।"