করোনা (Corona) সংক্রমনের দাপটে নাজেহাল গোটা রাজ্যবাসী। এরমধ্যেই আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে একটি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন যে আগামী ১৫ জুন পর্যন্ত সব বিধি-নিষেধ জারি থাকবে রাজ্যে। এরআগে পর্যন্ত রাজ্য সরকার চলতি মাসের ৩০ তারিখ অব্দি যে সমস্ত বিধি-নিষেধ প্রয়োগ করেছিল তা চলতে থাকবে। আসলে শেষ ১৫ দিনে রাজ্যে বিধিনিষেধ জারি করে সংক্রমণ হার অনেকটাই কমেছে। তাই আরও কিছুদিন বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী গত ১৪ মে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ২০ হাজার ৮৪৬ জন। সেই জায়গায় বর্তমানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, "আমরা একে লকডাউন বলছি না। আমরা বলছি বিধি নিষেধ। এর আগে যে সমস্ত বিধি নিষেধ ছিল সেগুলি বজায় থাকবে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বের হবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, সোনার দোকান যে নিয়মে খুলছিল তাই হবে। অতিমারী পরিস্থিতিতে বাধা-নিষেধ জারি করে কোভিড কিছুটা হলেও কমেছে। সাধারণ মানুষ আমাদের সহযোগিতা করছেন। তাই আমরা আরেকটু সময় চেয়ে নিচ্ছি। এর জন্য ক্ষমা চেয়ে নেব। তবে অর্থনীতি সচল রাখতে নির্দিষ্ট সীমায় সব চালু রয়েছে। অনলাইন পরিষেবা সচল আছে।" এছাড়া মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন, "রাজ্যে জুটমিল কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করতে হবে। পাঞ্জাব থেকে অতিরিক্ত চাহিদার জন্য বারংবার অনুরোধ আসছে। এছাড়া নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের বেসরকারি মাধ্যমে টিকা নেওয়ার ব্যবস্থা ঠিকাদাররা করলে তাঁরা কাজ করতে পারবে।"