মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে এইবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন তিনি। দেশের গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর। মুখ্যমন্ত্রীর মতে, যেভাবে মহারাষ্ট্রে অরাজকতা চলছে, কাল অন্য রাজ্যেও বিজেপি একই খেলা দেখাবে।
মুখ্যমন্ত্রীর কথায়, "সামনে রাষ্ট্রপতি নির্বাচন। পূর্ণ সম্মান জানিয়েই বলছি, ১ লক্ষের বেশি ভোট কম পড়ছে বিজেপির। তাই অনৈতিকভাবে ও অসাংবিধানিক ভাবে, হাওয়ালার টাকা দিয়ে মহারাষ্ট্রে সরকার ফেলার উদ্যোগ শুরু হয়েছে।" তাঁর আরও সংযোজন, "সিবিআই, ইডি সবাইকে গ্রেফতার করে। আমার দলেরই ২০০ জনকে নোটিস দিয়েছে, যারা অভিযুক্তই নয়। অথচ বিজেপি টাকা বিলিয়ে সব কিছু ঘটিয়ে চলেছে, টাকা খরচের কোনও সীমা নেই ওদের, সেটা কি হাওয়ালা নয়? এটা দুর্নীতি নয়?"
বিজেপিকে তোপ দেগে মমতার বক্তব্য, "মহারাষ্ট্রে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ভারতে আদৌ গণতন্ত্র রয়েছে কিনা, সন্দেহ হচ্ছে আমার। কোথায় গণতন্ত্র? মানুষ কোথায় বিচার পাচ্ছেন? গণতন্ত্রের উপর দিয়ে বুলডোজার চালানো হচ্ছে। আমরা দেশের সংবিধান, নির্বাচনী রাজনীতির জন্য সুবিচার চাই। সুবিচার চাই উদ্ধব ঠাকরের জন্য।"