একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল। এই দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা শুভেন্দুর মহাযুদ্ধ নিয়ে গতকাল বঙ্গ রাজনীতি সরগরম হয়ে ছিল। নন্দীগ্রামে নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর প্রায় গোটা দিন খবরের শিরোনামে উঠে এসেছিল। দিনের শেষে ভোটপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম বয়ালের ৭ নম্বর ভোটকেন্দ্রে ২ ঘণ্টা আটকে থাকতে হয়েছিল। এরপর আজ অর্থাৎ শুক্রবার নাটাবাড়ির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ জানালেন। তিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন, "নির্বাচন কমিশন চালাচ্ছেন অমিত শাহ। বারংবার তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। যখন অমিত শাহ কমিশন চালাবেন তখন তাকেই নির্বাচন কমিশনের চেয়ারম্যান করে দেওয়া হোক।" এছাড়া এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিজেপি ঘেষা মনোভাব নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
তবে গতকাল যাই হোক না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জয় নিয়ে সুনিশ্চিত। তিনি আজকের জনসভায় আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেছেন, "আমরাই আসছি। অন্য কেউ আসবে না। বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। ওদের কথা কেউ বিশ্বাস করবে না। ওদের কাছে টাকা আছে কিন্তু টাকার জোরে সবকিছু হয় না। মনের জোরে হয়। আজ মনের জরে আমি এক পায়ে লড়ে যাচ্ছি।"