আজ ভোরে নদিয়ায় (Nadia, West Bengal) এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৮ জন শ্মশানযাত্রীর মৃত্যু হয়েছে। সকালেই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) থেকে প্রধানমন্ত্রী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah), রাজ্যপাল (Jagdeep Dhankhar) সহ আরও অনেকেই। তবে সকলেই সমবেদনা জানালেও, এর সঙ্গেই রাজ্যকে বেশ কড়া কথা শুনিয়েছেন রাজ্যপাল।
এই ঘটনার পরেই রাজ্য সরকারের (West Bengal News) পক্ষ থেকে ২ লাখ টাকা করে চেক তুলে দিয়েছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ইতিমধ্যেই তিন জনের পরিবারের কাছে এই টাকা তুলে দেওয়া হয়েছে। আর বাকি পরিবারের হাতে বাগদায় চেক দেওয়া হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে।
এর মধ্যেই নদিয়ার মর্মান্তিক দুর্ঘটনার (Nadia Accident) খবর পেয়েই টুইটে নিহতদের পরিজনদের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে এইবার সরাসরি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করল কেন্দ্র। আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা।