একুশে বাংলা বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন সম্পন্ন হলো আজ অর্থাৎ শনিবার। আজকে কামারহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ছিলেন তৃণমূল হেভিওয়েট নেতা মদন মিত্র। তিনি সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বাইকে চড়ে তার গোটা এলাকা ঘুরে ঘুরে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হচ্ছে নাকি তা দেখেন। বিকেলের দিকে রথতলা এলাকার বুথে যান তিনি। সেখানে তিনি হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করলে তিনি দ্রুত রথতলা এলাকার পার্টি অফিসে পৌঁছে যান। মদন মিত্রের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি দলীয় কর্মীরা চিকিৎসকদের ডাকে। পার্টি অফিসেই মদন মিত্রকে অক্সিজেন দেওয়া হয়।
চিকিৎসকরা এসে মদন মিত্রকে পরীক্ষা করে জানিয়েছে, "বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। রক্তচাপ ও রক্তে অক্সিজেনের মাত্রা বর্তমানে স্বাভাবিক আছে। শ্বাসকষ্ট অনেকটা কমে গেছে। এখন ভয়ের কিছু নেই। এছাড়া তাকে হাসপাতালে ভর্তি করার কোন প্রয়োজন নেই। তবে তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ রাখতে হবে।" অন্যদিকে কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা হলে তিনি অভিযোগ জানান যে এই ঘটনা মদন মিত্রের নির্দেশে হয়েছে। কিন্তু দলীয় কর্মীরা সাফ জবাব দিয়ে বলেছে, "মদন মিত্র অসুস্থ হওয়ার পর তিনি পার্টি অফিসে রয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে কোথাও যাননি এখনও।"