আসন্ন ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যখন প্রতিটি বিরোধী রাজনৈতিক দল নিজেদের অবস্থান পোক্ত করার কর্মযজ্ঞে নেমে পড়েছে, ঠিক এমনই সময়ে বিগত দশ বছরের নিজেদের উন্নয়নের হিসাব ও পরিসংখ্যান সমেত রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। রাজ্য সরকারের প্রথম সারির সমস্ত নেতারা এদিন তৃণমূল ভবন থেকে জনগণকে অবগত করলেন নিজেদের প্রকল্পভিত্তিক কর্মসূচি ও তার বাস্তবায়নগুলির সম্পর্কে। দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে কতটা উন্নতিসাধন করেছেন বলে উল্লেখ আছে রিপোর্টে:
- মানুষের গড় আয় প্রায় দ্বিগুণ বৃদ্ধি ও রাজ্যের জিডিপি বৃদ্ধি পেয়েছে।
- কণ্যাশ্রী, সবুজ সাথী, মিড-ডে মিল ও নানাবিধ সরকারি সাহায্য এবং ৩০টি বিশ্ববিদ্যালয় ও ৫০টি কলেজ ও আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি শিক্ষাক্ষেত্রে বিপ্লব এসেছে।
- স্বাস্থ্যব্যবস্থায় স্বাস্থ্যসাথী কার্ড ও হাসপাতাল বৃদ্ধি, শয্যাবৃদ্ধি বিগত দশ বছরের প্রাপ্তি।
- আবাস যোজনায় নতুন ঘর গড়েছেন ৩৪ লক্ষ মানুষ এবং খাদ্যসাথীতেও উপকৃত হয়েছেন প্রায় কোটি কোটি মানুষ।
- নির্মল বাংলা প্রকল্পে শৌচালয় নির্মিত হয়েছে ঘরে ঘরে।
- রাস্তা, বিদ্যুত, পানীয় জলের পরিসেবা বেড়েছে।
- কৃষকবন্ধু প্রকল্পের দ্বারা আর্থিক লাভবান হয়েছেন চাষীভাইরা।
- রূপশ্রীতে শুধু বিয়ে নয়, পঞ্চায়েত স্তরে কর্মনির্ভর হয়েছে বাংলার মেয়েরা।
- একশো দিনের কাজে এগিয়ে বাংলা ও ক্ষুদ্র ব্যাবসাতেও লাভবান হয়েছেন অনেকে।
- তপশিলি ও পিছিয়ে পড়া জনজাতির জন্য এবং প্রবীণদের পেনশনেও বাংলা সর্বাগ্রে।
এছাড়াও সামাজিক সুরক্ষা প্রকল্পের কথাও পেশ হয়েছে রিপোর্টে। এই রিপোর্ট কার্ড সমেত আগামীকাল নিজ নিজ বিধানসভা কেন্দ্রে মিছিল করবেন বিধায়করা।