রবিবার হরিদেবপুরে (Haridevpur) নিজের ঘরেই আত্মহত্যা করেছেন এক মহিলা চিকিৎসক। ঘটনায় শোরগোল গোটা এলাকায়। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। মৃত ওই মহিলা চিকিৎসকের নাম দেবিকা চট্টোপাধ্যায়। হরিদেবপুর অঞ্চলে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারনা, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা চিকিৎসক। জানা যাচ্ছে, গত কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন ওই চিকিৎসক। সেই অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন তিনি।
দেবিকা চট্টোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন দেবিকা। বাড়িতে প্রায়শই বলতেন, বেঁচে থাকতে ইচ্ছে করছে না। পরিবারের সদস্যরা তাঁকে বারংবার বোঝানোর চেষ্টা করলেও মনমরা হয়ে থাকতেন তিনি। গতকাল নিজের ঘরে দরজা আটকে ছিলেন তিনি। সন্দেহ হতেই দেবিকার বাবা-মা মিলে কোনওক্রমে দরজা খুলে ঘরে ঢোকেন। ততক্ষণে সবটা শেষ। দেবিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেবিকার দেহ।