কাটল জট। শেষমেশ মানহানির মামলায় জামিন পেলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আজ জামিন মঞ্জুর করছে কাঁথি আদালত। গত ১০ নভেম্বর, নন্দীগ্রাম দিবসের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'বেইমান', 'অকৃতজ্ঞ', 'বিভীষণ', 'মিরজাফর' ইত্যাদি ভাষায় আক্রমণ করেছিলেন। দাদার বিরুদ্ধে এমন কথা সহ্য করতে পারেননি ভাই সৌমেন্দু অধিকারী। তাই কুণাল ঘোষের করা এহেন মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে ফৌজদারির মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
সেই মামলাতেই জামিন পেতে লেগে গেল এত সময়। যদিও আজও নিজের অবস্থানেই অনড় কুণাল ঘোষ। তাঁর সাফ বক্তব্য, "আমি যা বলেছি বেশ করেছি। আদালত বলে দিক কোন বিশেষণটা অসংশোধীয়।"
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবসের দিন গোকুলনগরের করপল্লীতে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ স্মরণের সমাবেশের বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন কুণাল ঘোষ। সেই দিনই তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেন, "জন্মের ঠিক আছে ওর? মা কাকে বলে? যিনি জন্ম দিয়েছেন তিনি শুধু মা? তোমাকে রাজনৈতিক জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার গোটা গুষ্টিকেও জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি সেই দলকে ছেড়ে ভোটের মুখে বিজেপি সেজেছ। তুমি বেইমান, তুমি গদ্দার, তুমি বেজন্মা।"