ফের একবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নাম না করে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার কলকাতার তাজ বেঙ্গল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানকে হাতিয়ার করে টুইটারে অভিষেককে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, কলকাতার একটি হোটেলে মহা ধুমাধাম করে অভিষেক বন্দোপাধ্যায়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে।
শুভেন্দুবাবুর কথায়, "তাজ বেঙ্গলে মোচ্ছব চলছে। কয়লা ভাইপোর ছেলের জন্মদিন উপলক্ষে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। ৫০০-র বেশি পুলিশকর্মী মোতায়েন হয়েছে। সঙ্গে রয়েছে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। বসেছে মেটাল ডিটেক্টর।"

তবে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন বি-তে খেলার ছাড়পত্র পেয়েছে ডায়মন্ড হারবার FC, সেই আনন্দ উদযাপন করতেই কাল ছিল তাজে অনুষ্ঠান। সে ছবিও এসেছে প্রকাশ্যে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, বিরোধী দলনেতা ‘অভিষেক ফোবিয়া’-য় ভুগছেন।