বাংলায় রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে বারংবার চালকের আসনে আসতে চাইছে বিজেপি এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রচারাগমন থেকে শুরু করে এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদেরও আসার সম্ভাবনা জোরালো হচ্ছে বঙ্গে।
বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে ৬টি করে লোকসভার দায়িত্ব দেওয়া হবে প্রত্যেক মন্ত্রীকে। এই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং সাখাওয়াত, কেন্দ্রীয় জাহাজ ও নৌ পরিবহন মন্ত্রী মনসুখ মান্ডব্য, আদিবাসী উপজাতি মন্ত্রী অর্জুন মুন্ডা, পশুপালন মন্ত্রী সঞ্জীব বালিয়ান ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মোরিয়া ও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ও প্রচারে আসবেন বলে সূত্রের খবর। আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়যুক্ত করতে এবার দু্রন্ত স্ট্রাটেজি নিয়ে ময়দানে নামছেন তাঁরা। অর্জুন মুন্ডাকে আদিবাসী কেন্দ্রিক এলাকা ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের দায়িত্ব, জাহাজমন্ত্রী মনসুখ মান্ডব্যকে হলদিয়া ও তৎসংলগ্ন এলাকার দায়িত্ব, পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে উত্তরবঙ্গের দায়িত্ব, হাওড়ায় মোরিয়া ও নদীয়া-মুর্শিদাবাদকে বালিয়ানের তত্ত্বাবধানে রাখা হবে। গৃহসম্পর্ক অভিযানের মারফৎ জনসংযোগ করবেন প্রত্যেকেই। অন্যদিকে যোগী ও যোগীরাজ্যের মন্ত্রীদের আসার সম্ভাবনার পাশাপাশি প্রধানমন্ত্রীও ঘোষণা করেন নির্বাচনের দিনক্ষণ স্থির হলে এক ডজন সভা করবেন বঙ্গে।