দল ছেড়েছেন মিহির গোস্বামী। মন্ত্রীত্ব ছেড়ে প্রায় বিজেপির দরজার সামনে শুভেন্দু। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ শোনা গেলো হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ীর গলায়। সরাসরি বললেন, “কাকে আবার ভোট বিশেষজ্ঞ আনা হয়েছে। কি পিকে নাকি কি নাম! মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ক্ষমতা তাতে বাইরে থেকে কাউকে আনার দরকার পড়ে না। আমি ব্যক্তিগতভাবে মনে করছি পিকে আসায় দলের অনেক ক্ষতি হয়েছে। একটা অল্পবয়সি ছেলে এসে বলছে এটা করো ওটা করো! আমি নিজে অপমানিত বোধ করছি।”

যোগ্যতা থাকা সত্বেও জটু লাহিড়ীর মতো নেতাদের বঞ্চিত করা হচ্ছে বলে মনে করছেন দলেরই একাংশ। এখনও মিহির গোস্বামীর পথ অবলম্বন করে দল ছেড়ে দেবেন না তো জটু? প্রকাশ্যে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এইভাবে কথা বলায় সেই ইঙ্গিত পাচ্ছেন অনেকেই।