গাফিলতি নাকি অসচেনতা? মর্মান্তিক ঘটনার স্বাক্ষী আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। অন্য বেডের রোগীর চাপে মৃত্যু হল সদ্যোজাতর। হাসপাতাল সূত্রে খবর, আলিপুরদুয়ারের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইতি পাশোয়ান। ওই প্রসূতি বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হন। গতকাল তার মেয়ে হয়। সব কিছু ঠিকঠাক চলছিল।
আজ হাসপাতালের বেডে একরত্তিকে রেখে শৌচালয়ে যান ওই মহিলা। এসে দেখেন যে বেডে শিশুকে রেখে গিয়েছিলেন যত্নে, সেখানে অন্য মহিলা শুয়ে আছেন। শুরু হয় খোঁজাখুঁজি। এরপর দেখা যায় শিশুর ওপরেই শুয়ে পড়েছেন ওই মহিলা।
ঘটনার পরই শুরু হয় উত্তেজনা। ওই শিশুর পরিবার এই ঘটনা নিয়ে হাসপাতালে অভিযোগ দায়ের করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ওই মহিলাকে আটক করেছে। এ বিষয়ে মুখ খোলেননি হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত একরত্তির বাবা কাঁদতে কাঁদতে সংবাদমাধ্যমকে বলেন, "শুক্রবার আমার স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন। এরপর এক মহিলা আসেন। তারপর বেডের উপর পা তুলে দেন। আমার সন্তান ওইখানে ঘুমোচ্ছিল। তখনই পা তুলে দিয়েছেন। তারপর বাচ্চাটা মারা গেল।"