একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) তৃণমূল কংগ্রেসের (TMC) জয়ের পিছনে মূল স্লোগান ছিল "খেলা হবে" (Khela Hobe)। এই দুই শব্দবন্ধ দিয়ে তৈরি হয়েছিল গানও। এইজন্যই বেশ কিছুদিন আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন যে প্রতিবছর ১৬ আগস্ট রাজ্যজুড়ে "খেলা হবে" দিবস পালন করবে সরকার। তবে "খেলা হবে" দিবসের দিন নিয়ে এবার প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের সনাতন ধর্মালম্বী নাগরিক সমাজ। তাঁরা আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে যান। তাঁরা জানিয়েছেন যে ১৬ আগস্ট ১৯৪৬ সালে কলকাতা এক নিদারুন সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছিল যা "গ্রেট ক্যালকাটা কিলিং" নামে পরিচিত। ওই দাঙ্গায় প্রাণ হারিয়েছিল প্রায় ৪ হাজার মানুষ। তাই ওই দিনে "খেলা হবে" দিবস পালন করা উচিত নয়।
এই প্রসঙ্গ নিয়ে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় আজ দুপুরে একটি টুইট করে নবান্নকে বার্তা পাঠিয়েছেন। রাজ্যের শান্তি এবং সম্প্রীতির পক্ষে সওয়াল করে রাজ্যপাল লিখেছেন, "শান্তি এবং সম্প্রতি গণতন্ত্রের মজবুত ভীত। সমাজে বিভেদ প্রতিরোধে সব ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। আমার আশা মুখ্যমন্ত্রী জনস্বার্থে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।" সেই টুইটের সাথে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে সনাতন সংঘের কয়েকজন সদস্যের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন রাজ্যপাল। সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "১৬ আগস্ট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। জিন্নার ডাকে সেদিন সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। খেলা হবে দিবস সেই দিনটিকেও স্মরণ করবে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঠিক পদক্ষেপ প্রত্যাশা করি।"