সব মিলিয়ে ওজন ৬,৬০০ টন। ছোট সাইজের যুদ্ধ জাহাজ বললে ভুল হবে না। কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের উদ্যোগে তৈরি হয়েছে যুদ্ধ জাহাজ। ছোট হলে কি হবে, শক্তি ও দক্ষতায় টেক্কা দেবে যে কাউকেও। শুক্রবার কলকাতায় হুগলি নদীর জলে ভাসল সেই রণতরী, নাম তার মেঘনাদ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে এই রণতরীর আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হল। পোশাকি নাম ‘আইএনএস দুনাগিরি’। এই নামের একটি জাহাজ সত্যিই ছিল ভারতীয় নৌসেনায়। ১৯৭৭ থেকে ২০১০ পর্যন্ত ৩৩ বছরের কর্মজীবন শেষে অবসর নেয় 'ল্যান্ডি ফ্রিগেট' গোত্রীয় ঐ জাহাজটি।
যেভাবে রামায়ণের মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে সিদ্ধহস্ত ছিল তেমনই এই মেঘনাদও শত্রুর চোখে ধুলো দিয়ে বেড়াবে আড়াল থেকেই। সূত্রের খবর, আসলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়বে না এর গতিবিধি। স্টেলথ প্রযুক্তি সংযোজিত রয়েছে এই যুদ্ধ জাহাজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'আত্মনির্ভরতা'কে প্রতিকী করে এবার বিদেশী নয় দেশের মাটিতে তৈরি জাহাজ দেশের নদীর জলে ভাসল। আইএনএস দুনাগিরি যে নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীকে চূড়ান্ত শক্তিশালী করছে তা বলাই বাহুল্য।