পঞ্চম দফার শুরুতেই বিধাননগরের শান্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। অবৈধ জমায়েতকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত বলে খবর। অশান্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। একজন মহিলাকে আক্রমণ করা হয়েছে বলেও জানা গেছে। এলাকায় বিশাল পুলিশবাহিনী এসে ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সকাল থেকে জানা যাচ্ছিল শান্তিনগর এলাকার কয়েকটি বুথের সামনে অবৈধ জমায়েত শুরু হয়েছে। এই খবর পেয়ে রাজারহাট নিউটাউন বিধানসভার বিজেপি প্রার্থীর সব্যসাচী দত্ত ঘটনাস্থলে এসে পৌঁছান। তাঁকে দেখে উভয়পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। সংঘর্ষ চলাকালীন একজন মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সব্যসাচী দত্ত অভিযোগ করেছেন,"তৃণমূল এইসব ইচ্ছাকৃতভাবে করাচ্ছে। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।"
ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী আসে। এলাকায় রুটমার্চের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মাইকিং করে এলাকাবাসীকে শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণে অনুরোধ জানায় পুলিশ বাহিনী।