২ এপ্রিল, ২০২৩
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

পঞ্চম দফার নির্বাচনী প্রচারে মমতা সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন প্রধানমন্ত্রী

"মমতার ছাপ্পা ভোটের মাস্টারপ্ল্যানের জন্যই শীতলকুচির ঘটনা।" - প্রধানমন্ত্রী

রাজ্যে শীতলকুচির ঘটনা নিয়ে মোদী - মমতার তরজা চলছেই। সোমবারের জনসভায় বাংলার মানুষ অন্তত সেই ছবিই দেখল বলে রাজনৈতিক বিশ্লেষক একাংশের বক্তব্য। কখনও মুখ্যমন্ত্রী রাণাঘাটের জনসভায় বলছেন, "আমি এখনও বিশ্বাস করি, শীতলকুচির এই ঘটনা অমিত শাহের প্ল্যান। আর পুরোটাই প্রধানমন্ত্রী জানতেন।" অন্যদিকে প্রধানমন্ত্রী কল্যাণীর সভায় বলেছেন, "মমতার ছাপ্পা ভোটের মাস্টারপ্ল্যানের জন্যই শীতলকুচির ঘটনা।" পরবর্তী ৪ দফায় শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগের কেন্দ্রবিন্দু তাই শীতলকুচির ঘটনা হতে চলেছে বলে রাজনৈতিক মহলের বক্তব্য।

আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩ টি সভা। আর প্রতিটি সভায় শীতলকুচির কথা বারবার উঠে এসেছে। প্রথমে বর্ধমানের তালিতের সভায় প্রধানমন্ত্রী বলেন, " ৪ দফার নির্বাচনে তৃণমূলের সাফ হওয়া নিশ্চিত। দু’দিন পরেই বাংলায় পয়লা বৈশাখ। ওই দিন থেকেই দিদির সরকারের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ২ মে, দিদি যাচ্ছেন। বিজেপি আসছে।" প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দিদির লোকেরা তফসিলি জাতি ও উপজাতির মানুষদের সম্মান করেন না। তাঁদেরকে ভিখারি বলে অপমান করেছেন। "যতই ধমকাবেন, কিছুই লাভ নেই। মোদীর জন্য তাঁদের স্নেহ একটুও কমবে না।"

প্রধানমন্ত্রীর আজকের সভায় বারবার মতুয়াদের প্রসঙ্গ উঠে এসেছে। এবারের নির্বাচনে মতুয়ারা যে একটা বড় ভূমিকা নিতে চলেছে, সে বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা সহমত পোষণ করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে মুখ্যমন্ত্রীর উষ্মার কথাও তুলে ধরেছেন।এ বিষয়ে শ্রী মোদী বলেছেন, "আমার ওড়াকান্দিতে যাওয়া নিয়েও দিদি প্রশ্ন করেছিলেন। দিদি ১০ বছরে দলিত মানুষদের জন্য কিছুই করেননি। মতুয়াদের জন্য কিছু করেননি। এঁদের একপ্রকার অনুপ্রবেশকারীদের মতো ব্যবহার করা হয়েছে। আপনার তোষণের রাজনীতি এঁদের সর্বনাশ করেছে। বাংলার মানুষ আপনার থেকে এটা আশা করেনি। আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে সব শরণার্থীদের সব সুবিধা দেওয়া হবে।"

প্রধানমন্ত্রী কল্যাণীর জনসভায় বাংলায় ডবল ইঞ্জিন সরকার হলে উন্নতির চরম শিখরে পৌঁছাবে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "কল্যাণীকে শিল্প শহর করা হবে, আধুনিক শহর হিসাবে গড়ে তোলা হবে। সংকল্প পত্রে এই কথা আছে। কল্যাণীকে মেট্রোতে যুক্ত করা হবে। এই কল্যাণীকে শিক্ষা ও স্বাস্থ্যের উল্লেখযোগ্য স্থান হিসাবে গড়ে তোলা হবে।"

তাই সোমবারের ভোট প্রচার মোদী মমতার পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
২৮ মার্চ

নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শান্তিনিকেতন

Draupadi Murmu Mamata Banerjee
২৬ মার্চ

আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন

Rain taxi kolkata
১৯ মার্চ

আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে

Rain taxi kolkata
১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৫ মার্চ

শাহরুখের পাশাপাশি বাংলার মুখ হিসেবে দেবকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী

Dev Mamata
১৪ মার্চ

যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, তাদের জন্য আমার কোনও দয়া নেই : মুখ্যমন্ত্রী

mamata banerjee speech
১৩ মার্চ

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর

Kolkata minibus
১৩ মার্চ

উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে

Rain taxi kolkata
১৩ মার্চ

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Narendra Modi
১২ মার্চ

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর

Rain taxi kolkata