২৯ মার্চ, ২০২৩
রাজ্য

নয়া নির্দেশ নবান্নের তরফে, কাল থেকেই রাজ্যে শিথিলতা আসছে বহু ক্ষেত্রে

কাল থেকেই আইটি সেক্টর, কারখানা, শিল্পাঞ্চলে  ১০০ শতাংশ কর্মী (ভ্যাকসিনেটেড) নিয়ে চালু করা যাবে
Nabanna Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২১ ২১:১৪

গত ১২ই আগস্ট মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee, CM) নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, রাজ্যে বিধিনিষেধ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তবে সে সময় তিনি বেশ কিছুক্ষেত্রে নিয়মে এনেছিলেন শিথিলতা।জনগণের কথা সায় দিয়েই, রাত ৯টা থেকে ভোর ৫টার বদলে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধের কথাও জানিয়েছিলেন। তবে তিনি সাফ এও বলেন, "সবাই জানতে চাইছে, লোকাল ট্রেন খুলছে না কেন, কবে থেকে খুলবে। কিন্তু এখনই তা চালু করে দিলে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এখন দৈনিক ৬০০র মতো পজিটিভ কেস রয়েছে। তা দ্রুতই আরও কমিয়ে ফেলতে হবে। তা ছাড়া আমরা সব বাস, অটো, টোটো চালু করে দিয়েছি যাতে সকলে যাতায়াত করতে পারেন। জানি, লোকাল ট্রেনেও অনেকে যাতায়াত করেন। তাঁদের অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের সতর্কতার কথা ভেবে তা বন্ধই রাখতে হচ্ছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আছে, তাই আরও কিছু দিন কষ্ট করতে হবে। তবে সংক্রমণের হার কমেছে বাংলায়। গ্রামাঞ্চলে টিকাকরণ বেড়েছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে"

তবে কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায়, ফের নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল, কাল থেকে রাজ্যে খুলছে জাদুঘর, মিনার এবং বিনোদনমূলক পার্কগুলি। এদিন অর্থাৎ সোমবার নবান্নের তরফে বিবৃতি দিয়ে আরও জানানো হয়েছে, গত ১২ আগস্ট রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ ৩১ তারিখ পর্যন্ত বাড়িয়েছিল সরকার। তবে অনেকক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। তবে এবার কোভিড পরিস্থিতি বিবেচনা করেই রাজ্যের সমস্ত জাদুঘর, এএসআই নিয়ন্ত্রিত সমস্ত মনুমেন্ট খোলার অনুমতি দেওয়া হচ্ছে। তবে উপস্থিতি ৫০ শতাংশের বেশি নয়। এছাড়াও মানতে হবে কোভিডবিধি। এর সঙ্গেই কাল থেকেই আইটি সেক্টর, কারখানা, শিল্পাঞ্চল সমস্তই ১০০ শতাংশ কর্মী নিয়ে চালু করা যাবে। তবে সামাজিক দূরত্ব ও কোভিড বিধি মানা বাধ্যতামূলক, সঙ্গে নিতে হবে ভ্যাকসিন।

প্রসঙ্গত, স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৭৪ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে ফের কলকাতা। একদিনে সংক্রমিত ৬২ জন। তৃতীয় স্থানে দার্জিলিং, একদিনে সেখানকার ৪৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। একদিনে পজিটিভিটি রেট ১.৯২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩৯,০৬৫।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
২৮ মার্চ

নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শান্তিনিকেতন

Draupadi Murmu Mamata Banerjee
২৬ মার্চ

আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন

Rain taxi kolkata
১৯ মার্চ

আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে

Rain taxi kolkata
১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৫ মার্চ

শাহরুখের পাশাপাশি বাংলার মুখ হিসেবে দেবকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী

Dev Mamata
১৪ মার্চ

যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, তাদের জন্য আমার কোনও দয়া নেই : মুখ্যমন্ত্রী

mamata banerjee speech
১৩ মার্চ

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর

Kolkata minibus
১৩ মার্চ

উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে

Rain taxi kolkata
১২ মার্চ

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর

Rain taxi kolkata
১২ মার্চ

উপস্থিত হৈমন্তী শুক্লা, ইন্দ্রানী সেন, শ্রীকান্ত আচার্য সহ আরও অনেকেই

Sandhya Mukherjee