রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী নিয়ে সর্বদাই সুর চড়ানো সেই দিলীপ ঘোষের পরিবারের সদস্যদেরকেই দেখা গেল লাইনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প স্বাস্থ্যসাথীর কার্ড নিতে। আর স্বাভাবিকভাবেই এরপরই সমালোচনার মুখে পড়েন দিলীপ ঘোষ। যদিও, সমালোচনা এড়াতে অন্য সুর তুললেন রাজ্য বিজেপি সভাপতি। বললেন, স্বাস্থ্যসাথী কার্ডের বিরোধী নন তিনি।
এদিন, পরিবারের সদস্যরা স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন। এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি স্বাস্থ্যসাথীর কার্ডের বিরোধিতা করছি না। আমি সরকারের প্রতারণার বিরোধিতা করছি। স্বাস্থ্যসাথী কার্ড করার সুযোগ পেলে আমিও করবো।’’
প্রসঙ্গত, দিলীপ ঘোষের পৈতৃক বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে। ওখানেই থাকে তাঁর গোটা পরিবার। দিলীপ ঘোষের ভাই হীরক ঘোষ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের সভাপতি। এমনকি তাঁর কাকার ছেলে সুকেশ ঘোষ জেলা বিজেপির সহ-সভাপতি। তাই ঘোষ পরিবারের সকলের মুখেই চলে মমতাবিরোধী সুর। স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গেও বারবার রাজ্যকে নিশানা করতে দেখা গিয়েছে তাঁদের।তবে স্বাস্থ্যসাথীর লাইনে তাঁদের দেখেই উপছে পড়েছে রাজনৈতিক তরজা।
তবে স্বাস্থ্যসাথীর কার্ড সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, "সুযোগ পেলে আমিও স্বাস্থ্য সাথীর কার্ড করবো, তবে কার্ড পেলেন অথচ সুযোগ পেলেন না, তাহলে স্বাস্থ্যসাথীর কার্ড মাথায় নিয়ে শুয়ে থাকলে কি জ্বর কমবে?"