রাজ্যের অন্যতম বড় তৃণমূল নেতা হলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। তার খেলা হবে স্লোগান জনমানুষের মধ্যে তুমুল জনপ্রিয়। দলের নেতারা শুধু না, তার দলের সমস্ত কর্মী, এমনকি ভিন দলের নেতারাও এই স্লোগান ব্যবহার করে থাকেন। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে আমরা দেখেছিলাম বাংলাদেশ পর্যন্ত অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগানের ফিভার ছড়িয়ে পড়েছিল। বিজেপি, তৃণমূল, সিপিএম, সবাই ব্যবহার করছেন এই খেলা হবে স্লোগান। তার মধ্যেই আবার প্রেম দিবসের দিন নিজের মনের কথা মিডিয়ার সামনে একেবারে উজাড় করে বলে দিলেন সবার প্রিয় কেষ্টদা।
বীরভূমের জেলা তৃণমূল সভাপতি এদিন বললেন, কক্ষনো তাকে কোনো নারী প্রেমের প্রস্তাব দেননি। একই ভাবে যদিও আমাদের কেষ্টদাও নিজের আত্মসম্মান বজায় রেখেছেন। তিনিও নিজের জীবনে কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেননি। প্রেমের দিবসে তৃণমূলের সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানিয়ে এদিন নিজের যৌবনের স্মৃতিতে ডুবে রইলেন অনুব্রত। যদিও এদিন অনুব্রত বোলপুরে আশা কর্মীদের নিয়ে করা জনসভায় ছিলেন। সভা শেষে তিনি বলেন, "যারা তৃণমূল করেন, তাদের সংগঠন রয়েছে। প্রত্যেকের সঙ্গে আমরা নিয়মিত আলোচনা করি। আজকে আশা কর্মীরা ছিলেন। এরপরেই প্রাথমিক স্কুলের এবং অন্যান্য স্কুল কলেজের শিক্ষকদের সঙ্গে বৈঠক হবে।"