বিছানায় লুটিয়ে মায়ের রক্তাক্ত মৃতদেহ, সিলিংয়ে ঝুলছে বাবার দেহ। ঘুম ভাঙতেই এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে আড়াই বছরের শিশু।সোনারপুরের মথুরাপুর এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনা। শিশুর কান্নাতেই ছুটে আসেন প্রতিবেশীরা।
প্রতিবেশীদের দাবি, শনিবার সকালে আড়াই বছরের খুদে সন্তানকে বাড়ির বাইরে কাঁদতে দেখেন তাঁরা। মা-বাবার খোঁজ করতে গিয়ে ঘরে ঢুকে চমকে যান প্রতিবেশীরা। দেখেন, ঘরে বিছানার উপরে পড়ে রয়েছেন ওই শিশুর মা পায়েল। তাঁর গলার নলিকাটা। ওই ঘরেই সিলিং ফ্যান থেকে ঝুলছেন বাবা শশধর।
খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করেন আত্মঘাতী হন স্বামী। তবে কেন এহেন ঘটনা? তদন্তে পুলিশ।