আর্থিক প্রতারণা কাণ্ডে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েও মিলল না লাভ। ছক কষে তল্লাশি চালানোর পরে তিন ব্যবসায়ী ভাইকে ওড়িশা থেকে পাকড়াও করল লালবাজারের গোয়েন্দারা। অপর একজন গ্রেপ্তার হয়েছে গুজরাট থেকে। প্রসঙ্গত, গত রবিবার হাওড়ার শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। গাড়ি এবং ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
লালবাজারের গোয়েন্দারা জানান, ওইদিনই বাড়ি থেকে গাড়িতে করে মাকে নিয়ে বেরিয়ে যান শৈলেশের ভাই অরবিন্দ। ফোনে শৈলেশ ও রোহিতের সঙ্গে যোগাযোগ করেন অরবিন্দ। মাঝরাস্তা থেকে দু’জনে গাড়িতে উঠে পড়েন। এরপর সোজা ভুবনেশ্বরে চলে যান।
এদিকে শৈলেশ এবং বাকিদের খুঁজতে শুরু হয় তল্লাশি। যে গাড়ি নিয়ে অভিযুক্তরা ভুবনেশ্বর পৌঁছনোর প্রক্রিয়া করেন, সেই গাড়ির নম্বর বিভিন্ন টোলপ্লাজায় দেওয়া হয়। এরপর গোয়েন্দারা জানতে পারেন ভুবনেশ্বরে শৈলেশের শ্যালকের বাড়িতে রয়েছে অভিযুক্তরা। ক্যুরিয়ার সার্ভিসের নাম করে ছক কষে শৈলেশের শ্যালকের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। শৈলেশ-সহ তিন ভাইকে গ্রেপ্তার করা হয়। শৈলেশদের গাড়িটিরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।