শিতলকুচিতে গিয়ে রাজনৈতিক অশান্ত এলাকাগুলি পরিদর্শনের কথা রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে ভোট পরবর্তী বাংলায় জেলা সফরটা কিন্তু একেবারে ভালো হলো না রাজ্যপালের। শীতলকুচি তে যেতে না যেতেই কালো পতাকা, গো ব্যাক স্লোগান এবং নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছিল তার কনভয়। তার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। প্রিয়জন হারানোর পরিবারগুলির সঙ্গে কথা বলে অনেকটাই ভেঙে পড়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। অন্যদিকে আবার পুলিশের বিরুদ্ধে একাধিক ধমক দিয়েছেন জগদীপ। তার পাশাপাশি রাজ্য প্রশাসনের সমালোচনায় একেবারে মুখর রইল তার টুইটার।
বৃহস্পতিবার অশান্ত কোচবিহারের বিভিন্ন জায়গা ঘুরে ফেলেছেন রাজ্যপাল। সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তার পাশাপাশি পুলিশের কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন তার সাংবিধানিক অধিকারের কথা। তিনি বলেছেন, "শপথ গ্রহণের সময় বলেছিলাম রাজ্যবাসীর সুরক্ষা এবং ভালো-মন্দ দেখার ভার আমার। আমার দায়িত্ব জনতার সেবা করা। আজকে আমি তাই করছি। যারা আমার বিরোধিতা করছেন তারা নিজেরা ঠিকমত জানেন না।" তার পাশাপাশি পুলিশ কর্মীদের কাজ কর্মের উপর প্রশ্ন তুলেছেন তিনি। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ আনেন তিনি। তার পাশাপাশি কনভয় আটকানোর সমস্ত দায় তিনি দিয়েছেন শাসকদলের বিরুদ্ধে। উল্টোদিকে, তৃণমূলের তরফে ফিরহাদ হাকিম, সৌগত রায় এবং সুব্রত মুখোপাধ্যায় বলছেন - রাজ্যপাল সাংবিধানিক কর্তব্য পালন করছেন না, বরং রাজনীতি করছেন।