পশ্চিমবঙ্গে নার্সিং এর উপরে আরো বেশি জোর দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে রাজ্যে আরো ৯টি নার্সিং কলেজ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। কালিম্পং, সাগর দত্ত মেডিকেল কলেজ, তমলুক, হাওড়া, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং শান্তিনিকেতনে এই কলেজগুলি খোলা হবে। জেলা এবং সুপার স্পেশালিটি হাসপাতালে এই নার্সিং কলেজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, বাংলা এবারে বৃদ্ধি পেতে চলেছে এএনএম আসন সংখ্যা। বিভিন্ন জায়গায় টিম গিয়ে এই সমস্ত আসন বৃদ্ধির জায়গায় ভিজিট করবে কমিটি।
একজন উচ্চপদস্থ কর্তা এই বিষয়ে জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যোগানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা লক্ষ্য, এই কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রতি তিন বছর অন্তর ১০ লক্ষ নার্স তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছে রাজ্য সরকার। প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নার্সিং এর উপর একটু বেশি গুরুত্ব দেন। সরকারি যে সমস্ত ক্যাডারের ক্ষেত্রে বর্তমানে সবথেকে বেশি নিয়োগ হচ্ছে তার মধ্যে একটি হলো নার্সিং। প্রতিবছর চার থেকে পাঁচ হাজার জন নার্স নিযুক্ত হচ্ছেন। এই প্রসঙ্গে উচ্চপদস্থ কর্তা বলেছেন, "যেভাবে ফিবছর স্বাস্থ্য পরিকাঠামো বাড়ছে সেখানে যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নার্স না থাকে তাহলে কিন্তু সমস্যার মুখে পড়তে হবে। তার পাশাপাশি যেখানে গরিব ঘরের মেয়েরা কষ্ট করে নার্সিং পড়ছে সেখানে আমরা যাতে এরকম পরিস্থিতির না তৈরি করে ফেলি যে চাকরি পাওয়া যাচ্ছে না। এই কারণে আমরা সম্পূর্ণ ভারসাম্য রেখে নার্সিং ট্রেনিংকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।"