১২ টি সরকারী মেডিক্যাল কলেজ আগেই ছিল এ রাজ্যে। তাতে নতুন সংযোজন আরও ৬ টির। বৃহস্পতিবার রাজ্যের ৬টি জেলায় নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির প্রস্তাব দিল রাজ্য সরকার।
প্রস্তাবিত ৬টি জেলা যথাক্রমে, উত্তর ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও জলপাইগুড়ি। এর মধ্যে হুগলীর মেডিক্যাল কলেজটি তৈরি হবে আরামবাগে, যার নামকরন করা হবে ‘প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ’। হাওড়ার উলুবেড়িয়ায় তৈরি হবে ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ’। উত্তর ২৪ পরগনার বারাসাতে তৈরি হবে ‘বারাসাত মেডিক্যাল কলেজ’। এছাড়াও পূর্ব মেদিনীপুরের তমলুকে ‘তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ’ এবং জলপাইগুড়িতে ‘জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ’ স্থাপনার প্রস্তাব দেয় সরকার।
প্রসঙ্গত, ১২ টি সরকারী মেডিক্যাল কলেজের পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে ৩ টি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালও আছে। একই সাথে রাজ্যে তৈরি হচ্ছে একটি এইমস(AIIMS)।