বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল দেব এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। সূত্রের খবর, কেন্দ্রের তরফে দ্বিতীয় পর্যায়ের আর্থিক অনুমোদন বা ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র ৬০ শতাংশ এবং রাজ্য ৪০ শতাংশ টাকা বহন করবে। কেন্দ্রের তরফে এই চিঠি মিলতেই প্রকল্প রূপায়ণে তৎপর হয়েছে নবান্ন (Nabanna)।
উল্লেখ্য, ‘ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম’-এর অধীনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কাজ করার সুপারিশ দিয়েছিল কেন্দ্র। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে প্রায় ১২০০ কোটি টাকা খরচ হবে। এই টাকার জন্য ‘ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স’ বা আর্থিক অনুমোদন দিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য, রাজ্যে বর্ষা এলেই অবধারিত শিরোনামে উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যান। প্রতিবছর বন্যায় প্লাবিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। গত বছর বর্ষা ও নিম্নচাপের জোড়া ফলায় বাংলার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। মেদিনীপুরের ঘাটালের পরিস্থিতি সে সময় মারাত্মক হয়।