আরও এক নির্বাচনী চমক! এবার দিল্লি থেকে সটান উড়ে এসে বাংলায় বিজেপির হয়ে প্রচারাভিযান চালানোর ইঙ্গিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের। পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর কলকাতা তথা সমগ্র বাঙালি হৃদয়ে আরও এক বিশেষ পরিচয়ে অধিষ্ঠিত : কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক যিনি দু'বার কেকেআরকে চ্যাম্পিয়ন করিয়েছেন। কাজেই 'ঘরের ছেলে' দিয়ে 'বহিরাগত' তকমা মুছতে এবার সেই আবেগকে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির। তাঁর ঘনিষ্ঠ মহল থেকে খবর, আগামী বাইশে মার্চ থেকে বাংলায় প্রচারে নামবেন গৌতম। একইসঙ্গে আসামেও নির্বাচনী প্রচার সারবেন তিঁনি।
কেন্দ্রীয় বিজেপি নেতাদের 'বহিরাগত' আখ্যায় বাংলার শাসকদল আখ্যায়িত করায় অস্বস্তি নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীরও। তিনি বলেন, "কলকাতা বা বাংলার কোথাও না জন্মালেও বা না বড়ো হয়ে উঠলেও কখোনোই আমার মনে হয়নি যে আমি বহিরাগত। আমি যাদবপুর বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি, পার্ক স্ট্রিটের এগরোলও খাইনি, কিন্তু বাংলায় এসে নিজেকে এক সুখী পরিবারের অংশ মনে করেছি। বাংলায় এলেই ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি।" রাজনৈতিক পরিস্থিতি টেনে তিনি আরো বলেন, "আগে বামেরা আর এখন তৃণমূল - দশকের পর দশক হিংসাকেই নিউ নর্মালে পরিনত করেছে।" সিন্ডিকেট নয়, 'সোনার বাংলা' গড়তে প্রচারে আসতে চান তিনি।