নানা বিতর্কের মাঝে হাইকোর্টের শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) অনুমতি মিলেছে। আর তারপরেই গঙ্গাসাগরে জারি হয়েছে একগুচ্ছ নয়া নির্দেশিকা। পুণ্যার্থীদের যাতায়াতে যাতে অসুবিধা না হয় তার জন্য রাজ্য পরিবহণ দফতরের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। আজ থেকে ৭ দিন গঙ্গাসাগর মেলার জন্য চলবে স্পেশাল বাস ও ট্রেন। কেবল পুণ্যার্থীদের পরিবহণে এমন উদ্যোগ, এমনটাই জানিয়েছে রাজ্য পরিবহণ দফতর।
সূত্রের খবর, রাজ্য পরিবহণ দফতর এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম আগামী সাতদিনে অন্তত ৩৭০ টি স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সংখ্যক বাস দিয়ে অন্তত সাড়ে চারশো ট্রিপ করিয়ে পুণ্যার্থীদের সহজেই গঙ্গাসাগরে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। এছাড়া পুলিশ প্রশাসনের যাতায়াতের জন্য থাকছে প্রায় ৮৬ টি বাস। কেবল দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক আধিকারিক এবং অন্যান্য কর্মীদের জন্য থাকছে ৫০ টি বাস। কলকাতা থেকে যে বাসগুলি পুণ্যার্থীদের পরিবহণ করবে, সেগুলো বাবুঘাট, এসপ্ল্যানেড থেকে কোথাও স্টপেজ না দিয়ে কাকদ্বীপের লট ৮-এ পৌঁছাবে বলে খবর। বাসগুলি দৈনিক বেশ কয়েকবার জীবাণুমুক্ত করা হবে বলেও রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর। বাসের চালক, কনডাক্টরদের ইতিমধ্যেই করোনার দু'টি টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে আরটি-পিসিআর রিপোর্ট করার ব্যবস্থা।
কেবল বাস নয়, যাত্রী সুরক্ষায় আজ থেকে শিয়ালদহ শাখায় চলবে বাড়তি ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় আজ থেকে অতিরিক্ত ১৫ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের বাড়তি ঝক্কি সামলাতে এই উদ্যোগ বলে জানিয়েছে রেল দফতর। শিয়ালদহ থেকে নামখানা রুটে চলবে ৮ টি ট্রেন। এছাড়া নামখানা-লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ-শিয়ালদহ রুটে ১ টি করে ট্রেন, লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ রুটে ২ টি ট্রেন চালানোর কথা বলা হয়েছে। এদিকে কলকাতা স্টেশন থেকেও কয়েকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী সাতদিন রাজ্য পরিবহণ দফতরের তরফে পুণ্যার্থীদের বিশেষ সহায়তা প্রদানের চেষ্টা করা হয়েছে। শিয়ালদহ স্টেশনে থাকছে আরটি-পিসিআর টেস্টের ব্যবস্থা। এছাড়া করোনা সুরক্ষায় একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে বাড়তি সুরক্ষা।