বিধানসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দল তাদের বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছে। তবে তার মধ্যেই এদিন রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। কাটা গেল প্রায় ৬ লক্ষের নাম। অন্যদিকে ভোটার বাড়লো ২০ লাখ ৪৫,৫৯৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১,৫৯০ টাকা। আর এবারে ভোটারের সংখ্যা আগের থেকেও ২.০১ শতাংশ বাড়ছে। তবে নাম অন্তর্ভুক্তি এখনই বন্ধ থাকবে না।

তবে এর মধ্যেই সবচেয়ে উল্লেখযোগ্য হলো বাদ পড়া ৬ লক্ষ ভোটার। এর আগেও একাধিকবার ভুয়ো, ভোটার তত্ত্ব নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। তবে এবারে নির্বাচনী পরিষদ অত্যন্ত কড়া ভাবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্র সচিব থেকে প্রশাসনিক আধিকারিকের সাথে দফায় দফায় বৈঠক করে নিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। অর্থাৎ একুশের ভোটে কমিশন একটি কড়া নিরাপত্তা বেষ্টনী দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।