শেষ দুই দফা নির্বাচনের আগে এবারে ঘুম ভাঙ্গলো নির্বাচন কমিশনের। এবারে কোভিড সংক্রমনের বিধি না মেনে চলার কারণে ১৩ জন প্রার্থী এবং নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। নির্বাচন কমিশনের তরফে ৩০ জন নেতাকে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত শুক্রবার করোনা ভাইরাস পরিস্থিতিতে নির্বাচন করা নিয়ে নির্বাচন কমিশনকে ভৎসর্না করেছে কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ এর একটি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, "শুধুমাত্র একটি নির্দেশিকা দিয়ে বাকি পুরোটা জনগণের উপর ছেড়ে দিতে চাইছে নির্বাচন কমিশন। ফুল বেঞ্চের বৈঠকে হাইকোর্টের রায়ের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল না।" এই ভৎসর্ণার পরেই জেলা প্রশাসকদের উপরে অত্যন্ত ক্ষুব্ধ নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, "হাইকোর্টকে কেন হস্তক্ষেপ করতে হচ্ছে? আপনারা কি করছেন? তাড়াতাড়ি পদক্ষেপ করুন। করোনা ভাইরাস বিধি-না মেনে চলা হয় তাহলে এ্যারেস্ট করুন, তাদের বিরুদ্ধে এফআইআর করুন।" আগামী সপ্তম এবং অষ্টম দফায় দক্ষিণ এবং উত্তর কলকাতায় হতে চলেছে নির্বাচন। তার আগেই বাড়তি সতর্কতা তা গ্রহণ করতে চাইছে নির্বাচন কমিশন।