করোনার জেরে (Coronavirus 2nd Wave) মাধ্যমিক (Madhyamik Exam) এবং উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষা বাতিলের পরে এবার পিছিয়ে গেল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস (JEE) পরীক্ষা। ১১ জুলাইয়ের বদলে পরীক্ষা হবে ১৭ জুলাই। পরীক্ষা হবে অফলাইনে। ফলপ্রকাশিত হবে ১৪ আগস্টের মধ্যে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় কাউন্সেলিং শেষ করা হবে। এই প্রসঙ্গে বোর্ডের তরফে আশা প্রকাশ করা হয়েছে যে ততদিনে হয়ত পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হতে পারে। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।
বোর্ড সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষার সিট পড়বে। সেভাবেই ব্যবস্থা করতে চাইছে বোর্ড। মোট ২৭৪টি কেন্দ্রে হবে পরীক্ষা। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষা দেবেন। তাঁদের জন্য ২৭৪টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এদিন রাজ্যের জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, "নার্সিংয়ের প্রবেশিকা এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা-সহ ১১টি পরীক্ষা যথাসময়েই নেবে বোর্ড। শুধু নার্সিংয়ে প্রবেশিকার পরীক্ষা ৪ জুলাইয়ের পরিবর্তে ৩১ জুলাই হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা হবে ৭ জুলাই। ৮ আগস্ট স্নাতকোত্তর স্তরে ভরতির প্রবেশিকা হবে ১৪ আগস্ট।"