এ কেমন চিকিৎসক! পারিশ্রমিক দিতে না পারায় ডাক্তারের অমানবিক ভর্ৎসনার স্বীকার হতে হল অসুস্থ বৃদ্ধাকে। জরুরি চিকিৎসার প্রয়োজনে পূর্ব বর্ধমানের কালনার চিকিৎসক জোতির্ময় দাসের কাছে যান বৃদ্ধা, কিন্তু চিকিৎসকের পারিশ্রমিক দিতে না পারায় প্রেসক্রিপশনে ওষুধ লিখেও কেটে দেন ওই ডাক্তার। আর প্রয়োজনের সময় ওষুধ না পেয়ে আরও অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেপাত্তা হয়েছেন ডাক্তার।
ঠিক কি হয়েছিল ওই বৃদ্ধার সাথে? ব্রেন স্ট্রোক ও ঘাড়ে ব্যাথা নিয়ে তিনি গত ৪ঠা ফেব্রুয়ারি কালনা মহকুমার প্রাক্তন চিকিৎসক জ্যোতির্ময় দাসের কাছে যান মালতী দেবনাথ। সেদিন যথাযথ পারিশ্রমিক সহ ডাক্তার দেখান। এরপর পরীক্ষা নিরীক্ষা করে সেই রিপোর্ট দেখাতে আসেন ১৩ই ফেব্রুয়ারি। সেগুলো দেখে প্রেসক্রিপশন লিখে ফি চান যা দিতে না পারায় লেখাগুলো কেটে দেন চিকিৎসক। ওষুধ না পেয়ে আরও অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। এই অমানবিক ঘটনায় তীব্র নিন্দা করেছেন স্থানীয়রা।