জিতেও বিধায়ক হিসেবে এখনও শপথ নিতে পারেননি গায়ক রাজনীতিক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। নানা সাংবিধানিক জটিলতার কারণে ক্রমশ পিছিয়ে যায় তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান। এবার সেই বাবুল সুপ্রিয়ের শপথ গ্রহণের অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, রাজ্যপালের মনোনীত ব্যক্তিই যখন শপথ পাঠ করাবেন, তাহলে এত নাটকের কী প্রয়োজন ছিল!
এদিন খড়্গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি। বাবুল সুপ্রিয়ের শপথ গ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই তো ডেপুটি স্পিকারই শপথ পাঠ করাবেন। তাহলে কেন এত নাটক করতে গেল শাসকদল।
বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় জয়লাভ করেছেন। প্রাপ্ত ভোটের ব্যবধান কমলেও তৃণমূল কংগ্রেসের জয়রথ কেউ থামাতে পারেনি। কিন্তু ভোটে জেতার বেশ কয়েক দিন কেটে গেলেও বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণের অনুষ্ঠান হয়নি। সেখানে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। বারবার সেই বিতর্ক এবং সাংবিধানিক জটিলতায় পিছিয়ে গেছে এই শপথ গ্রহণের অনুষ্ঠান। এবার তা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এর আগেও বাবুল সুপ্রিয়কে নিয়ে একাধিক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। পাল্টা বাবুল সুপ্রিয়ও দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলেছেন। এদিন দিলীপ ঘোষ মুখ খোলেন কাশীপুরের বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যুরহস্যকে নিয়েও। তিনি বলেন, মুখবন্ধ খামে আছে ময়নাতদন্তের রিপোর্ট। প্রকাশ্যে আসেনি। তাহলে কীভাবে বোঝা যায় খুন না আত্মহত্যা!