গতকাল বিধানসভায় বাজেট অধিবেশনের প্রাক্কালে বিজেপির (BJP) বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপির বিক্ষোভের জেরে উদ্বোধনী ভাষণের কেবলমাত্র শুরু এবং শেষের লাইন পড়েই ফিরে যান রাজ্যপাল। এবার সে বিষয়ে মুখ খুললেন বিজেপির সাংসদ এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন বিজেপি সমর্থনে তিনি বললেন, ‘বিধানসভায় যা হয়েছে একেবারে ঠিক হয়েছে।’
মঙ্গলবার সকালবেলা ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষকে গতকালের বিজেপির বিক্ষোভ সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিধানসভায় যা হয়েছে ঠিক হয়েছে। যারা সংসদে রুল বুক ছোঁড়েন, এখন তাঁরা গণতন্ত্র শেখাতে এসেছেন। বাংলায় বিরোধীদের কোথাও কথা বলার অধিকার নেই। সেই কারণেই বিধানসভায় বলা হয়েছে।’
তবে দিলীপবাবুর মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh)। দিলীপের জবাবে তিনি বলেছেন, ‘দিলীপবাবু রাজনৈতিক অভিজ্ঞতা এতই কম যে উনি অনেক কিছুই জানেন না। যখন কেন্দ্রে ইউপিএ সরকার ক্ষমতায় ছিল, বিজেপি ছিল বিরোধী আসনে। তখনো ওয়েলে নেমে বিশৃঙ্খলা প্রচুর হয়েছে। সেই সময় দিলীপবাবু হাফপ্যান্ট পরে আরএসএস করতেন তাই উনি সে সব জানেন না... আগেও বিধানসভায়, সংসদে বিক্ষোভ হয়েছে। তবে তার একটা সীমা ছিল। যখন রাজ্যপাল ভাষণ পড়তেন তখন বিক্ষোভ হলেও তা কিছুক্ষণের মধ্যেই মিটে যেত। গতকাল যা হয়েছে তা নজিরবিহীন।’ সেই সাথে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) মতো প্রথম সারির বিজেপি নেতাদের একহাত নিয়ে কুনাল বলেন, ‘ওনারা নিজেদের ওয়ার্ডে হেরেছেন। এখন নজর ঘুরিয়ে দিতে এসব করছেন। রাজ্যপাল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে।’
উল্লেখ্য ,গতকাল বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁদের বিক্ষোভের মাত্রা বাড়তে থাকায় শেষমেষ উদ্বোধনী ভাষণের কেবলমাত্র প্রথম এবং শেষ লাইন পড়েই বিধানসভা ছাড়েন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারই জবাব এবং পাল্টা জবাব শোনা গেল এদিন দিলীপ ঘোষ এবং কুনাল ঘোষের মুখে।