বাংলার বিধানসভা নির্বাচনে প্রাক্কালে আবার এক নতুন তরজা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের আয়োজনে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় বেফাঁস মন্তব্য করে আবারও বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ভক্তি ও ভাবাবেগের প্রশ্ন তুলে সরাসরি দিলীপকে বিঁধেছেন বাংলার শাসকদলের অনেকে। নেটিজেনরাও দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ও বিরক্তি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, "এটি দুর্ভাগ্যজনক যে এই তৃণমূল দলটির কোনো মাথামুন্ডু নেই। ওখানে কোনো আদর্শও নেই। তৃণমূল এমন একটি দল যারা ধর্মীয় স্থলে গিয়ে রাজনৈতিক কথা বলে আবার রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে ধর্ম টেনে আনে। আমরা এসব না করে খোলামেলা রাজনীতি করি।" এর পরই রামের সাথে দুর্গার তুলনা টেনে বলেন, "ভগবান রাম একজন রাজা ছিলেন। ওনাকে অনেকে অবতার বলেও মানেন। রামের ১৪ জন পূর্বপুরুষের নাম পাওয়া যাবে। কিন্তু দুর্গার পাওয়া যাবে কি?" আরও বিতর্কিতভাবে উল্লেখ করেন,"না জানি কোত্থেকে দুর্গা এসে যায়!" এতেই বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন আলোচনায় উপস্থিত থাকা বারাসাত তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দিলীপ সহ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন রাজ্যে রামের আরাধনা হলেও বাংলার রক্ষক হিসেবে দুর্গারই আরাধনা হয়। দুর্গা কেবল বাংলা নয়, হিন্দুত্বেরও ভাবনা। ইতিহাস বদলের চেষ্টা করছে বিজেপি, অভিযোগ করেন তিনি। মঞ্চ ছাড়িয়ে এখন স্যোশাল মিডিয়াতেও জোর সমালোচনার কেন্দ্রে দিলীপ।
টুইট করেছেন মানস ভুঁইয়াও।