বর্তমান করোনা পরিস্থিতিতে উত্তাল গোটা দেশ। ভোটমুখী বাংলার অবস্থা খুবই ভয়ঙ্কর। গত ২৪ ঘন্টায় বাংলাতে আক্রান্ত হয়েছে ১৩ হাজারের কাছাকাছি মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন কিছুদিন আগে হাইকোর্টের ভৎসনা খাওয়ার পর কড়া নির্দেশ দিয়েছিল যে এই অতিমারির মাঝে নির্বাচনী জনসভা বা রোড শো আগের মত করা যাবে না। কোথাও পর্যাপ্ত জায়গা থাকলে ৫০০ জনের জমায়েত করা যেতে পারে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রেখে। এই আদেশ শুনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবার থেকে তিনি আর কোনো জনসভা করবেন না। সব হবে ভার্চুয়াল জনসভা। তবে বিপক্ষদল বিজেপি নির্বাচন কমিশনের আদেশের তোয়াক্কা না করে কাতারে কাতারে মানুষের সমাবেশ করে জনসভা করছেন। আজ শনিবার বাংলার বুকে একটি দিলীপ ঘোষ এবং অন্যটি মিঠুন চক্রবর্তীর জনসভা হয়েছে যাতে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে উপচে পড়া মানুষের ভিড় মেলামেশা করেছে।
গেরুয়া শিবিরের তারকা ভোট প্রচারক মিঠুন চক্রবর্তী আজ মালদার বৈষ্ণবগড়ে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন যেখানে তাকে দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। কোনরকম সামাজিক দূরত্ব বজায় রাখা বা মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। নির্বাচন কমিশনের আদেশের পরেও উদ্যোক্তাদের এমন দায়সারাহীন আয়োজন বিপদে ফেলছে বিজেপিকে। ইতিমধ্যেই তৃণমূল মিঠুনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। জেলাশাসক এফআইআর করার নির্দেশ দিয়েছে উদ্যোক্তাদের বিরুদ্ধে। সৌগত রায় সরাসরি কটাক্ষ করে বলেছেন, "আজকে ওই জনসভায় ৫০০ জনের বেশি জমায়েত হয়েছে। সেখানে একদিকে যেমন নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে ঠিক অন্যদিকে কোভিড বিধিও ভঙ্গ হয়েছে।"
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ দক্ষিণ দিনাজপুরের কুসমুন্ডিতে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন। সেখানেও ব্যাপক মানুষের ভিড় হয়েছিল বলে জানা যাচ্ছে। নির্বাচনী বিধি ভাঙার জন্য দিলীপ ঘোষের সভা বন্ধের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা দাবি করেছে যে এতে অনেক মানুষের জীবন বিপন্ন করছে বিজেপি রাজ্য সভাপতি।