বঙ্গে আশঙ্কাজনক ভাবে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্টে দেখা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত ২ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৭ জন। গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩৯৬ জন। বলাবাহুল্য, মোট আক্রান্তের রেকর্ড ভেঙে দিয়েছে ২০২২। আক্রান্তের নিরিখে এগিয়ে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি।
প্রসঙ্গত, গতকাল ডেঙ্গির ইস্যু নিয়ে পুরসভা অভিযানের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। সেই অভিযান ঘিরেই চলে একেবারে ধুন্ধুমার কাণ্ড। জানা যায়, ঘটনাস্থল থেকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। অগ্নিমিত্রা পালের অভিযোগ, ক্রমশ বাড়ছে বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! কিন্তু এই বিষয়ে রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে উদাসীন।
প্রসঙ্গত, ডেঙ্গি নিয়ে সমস্ত জেলাকে ইতিমধ্যেই ফের সতর্ক করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, নতুন করে কয়েকটি জেলায় সংক্রমণ বৃদ্ধি মোটেই স্বস্তির নয়। তাই প্রতিটি জায়গায় ডেঙ্গি পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে।