দু'দফায় বর্ষণের পর উত্তরবঙ্গে (North Bengal) কেটে গিয়েছে মেঘ। অন্যদিকে দক্ষিণবঙ্গে শীতের দেখা মিলবে কবে, তা নিয়েও এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর। এর মধ্যেই দীপাবলীতে ঘূর্ণিঝড়? যদিও অভিমুখ স্পষ্ট নয় এখনও। তবে ইতিমধ্যেই সতর্কতায় আবহাওয়া দফতর। রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যারা মাছ ধরতে ইতিমধ্যেই সমুদ্রে পাড়ি দিয়েছেন, শনিবারের মধ্যেই তাদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘুর্ণাবর্ত। আগামি ২৪ ঘন্টার মধ্যে সেই ঘূর্ণাবর্তটি পরিণত হবে নিম্নচাপে। শুক্রবার থেকে সাগরে ক্রমশই শক্তি বাড়বে নিম্নচাপটি। সোমবার, কালীপুজোর দিন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, সেটি ঘুর্ণিঝড়ে পরিণত হতে পারে।"
একই সঙ্গে আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, ভোরের দিকে হালকা উত্তুরে হাওয়া বইবে।