আরও কাছাকাছি ঘূর্ণিঝড় ‘অশনি’। মৌসম ভবনের সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলের ৪১০ কিমি দক্ষিণ-পূর্বে এবং ওড়িশা থেকে ৫৯০ কিমি দক্ষিণে রয়েছে ঘূর্ণিঝড় ‘অশনি’। তবে দিক পরিবর্তন করে অন্ধ্র থেকে ওড়িশার দিকে বাঁক নিতে পারে 'অশনি'। এর ফলে মঙ্গলবার বাংলার বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস।
হাওয়া অফিস জানিয়েছে, অশনির প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেই সোমবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে 'অশনি'র জেরে দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ক্রমশ উত্তাল হয়ে উঠছে সমুদ্র। নজরদারির জন্য সৈকতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। তবে তাতেও ভিড় নজরকাড়া। দিঘা থেকে মন্দারমণি, তাজপুর সহ একাধিক স্থানে হোটেলে উপছে পড়া ভীড়।