করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গত মার্চ মাস থেকে দেশ তথা বিশ্ববাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু এই মুহূর্তে স্বস্তির খবর ভারতে তৈরি হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিন। এই ভ্যাকসিন আগামীকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন পরিবহনের জন্য চূড়ান্ত মডিউল নির্ণয় করা হয়েছে। ভ্যাকসিন বিলির কাজ শুরু হবে পুনে শহর থেকে। যাত্রীবাহী বিমানের করে সারাদেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। এই পুনে বিমানবন্দর ভারতীয় বায়ুসেনার অধীনে। তাই ভ্যাকসিন সরবরাহের কাজে তারাও নিযুক্ত থাকবে। জানা যাচ্ছে, ভ্যাকসিন বিতরনের জন্য ভারতের কয়েকটি জায়গায় কিছু মিনি হাব তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কলকাতা ও গুয়াহাটি থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে।
অন্যদিকে, রাজ্য সরকার করোনার টিকাকরন নিয়ে আজ একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এতদিন জানানো হয়েছিল যে সরকারি বা বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রথম দফায় করোনা টিকা পাবে। কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য সরকার ঘোষণা করেছে, সরকারি-বেসরকারি চিকিৎসকদের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তাররাও প্রথম ধাপে করোনা টিকা পাবে। আর সেই টিকা পাওয়ার জন্য প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তারদের তিনদিনের মধ্যে নিজেদের নাম নথিভূক্ত করতে হবে। কারণ রাজ্যের কাছে এই মুহূর্তে প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তারদের কোন লিস্ট নেই। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কোভিড যোদ্ধাদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে একধাপ এগিয়ে প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তারদের জন্য প্রথম দফায় করোনা ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন।