বাজারে আলু, পেঁয়াজ সহ আনাজপাতির দাম বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মানুষ৷ রাজ্য সরকার এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে৷ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, নয়া কৃষি বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদও করেছেন৷ কিন্তু এত সত্ত্বেও আলাদা কৃষি আইন আনার কথা ভাবছে না রাজ্যের তৃণমূল সরকার৷
কারণ ব্যাখ্যা করতে গিয়ে কৃষি দপ্তরের কর্তারা জানান, এ রাজ্যে নতুন কেন্দ্রীয় আইনের প্রাসঙ্গিকতা বিশেষ নেই৷ কারণ, পশ্চিমবঙ্গে মান্ডিতে ফসল বিক্রি বাধ্যতামূলক না হওয়ায় নতুন আইনের কুপ্রভাব চাষিদের ওপর বিশেষ পড়বে না৷ তাছাড়া, এখানে বছরে যে পরিমাণ ধান উৎপন্ন হয়, তার মাত্র এক–তৃতীয়াংশ কেনে সরকার৷ ফলে ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টিও এখানে বিশেষ গুরুত্বপূর্ণ নয়৷ আর চুক্তি চাষ, কৃষি ক্ষেত্রে অবাধ মজুতদারি, বেসরকারি বিনিয়োগ ইত্যাদি যেসব বিষয় কেন্দ্রীয় আইনে রয়েছে, রাজ্যের কৃষি বিপণন দপ্তর দুটি সংশোধনী এনে সেগুলিকে আগেই ছাড়পত্র দিয়েছে৷
এই অবস্থায় নতুন আইনের যৌক্তিকতা কোথায়– প্রশ্ন কৃষিকর্তাদের৷ তবে মুখ্যমন্ত্রী চাইলে নতুন আইন হতে পারে বলে জানিয়েছেন তাঁরা৷